Read more
কয়েক দিনের মধ্যেই শিশুদের অভিভাবিকা মা
দেবদূতী তাঁর ভ্রমণ থেকে ফিরে এলেন। কাঠুরে কন্যাকে ডেকে চাবি ফেরত চাইলেন। চাবি
ফেরত নেওয়ার সময় কাঠুরে কন্যার ফ্যাকশে মুখের দিকে তাকিয়ে বললেন তাহলে তুমি তেরো
নম্বর ঘরের চাবি খুলে দেখেছ?
না—কাঠুরে কন্যা উত্তর দিল।
তখন পালিকা মা কাঠুরে কন্যার পুকে হাত দিয়ে
দেখলেন তার পালিতা মেয়ের বুকের ধুকপুকানির গতি অনেক গুণ বেড়ে গেছে। তিনি বুঝতে
পারলেন তার এক মেয়ে মিথ্যে কথা বলছে। তার আদেশ পালন করেনি। তাই তিনি আবার জিজ্ঞাসা
করলেন সত্যি করে বল তুমি তেরো নম্বর ঘরের দরজা খুলেছিলে কি না।
কাঠুরে কন্যা আবার বলল না।
এবার কাঠুরে কন্যার আঙ্গুলের দিকে নজর পড়ল।
তিনি বুঝতে পারলেন স্ফটিক গোলক ছুঁয়েই তার মেয়ের আঙ্গুল সোনার হয়েছে। বুঝতে পারলেন
মেয়ে তার দোষ করেছে। তাই তিনি তৃতীয়বার একই প্রশ্ন করলেন। উত্তরও একই রকম – না।
0 Reviews