বিশ্বাসী জন রাজার হাত দুটি জড়িয়ে ধরে আবার শপথ করল এবং কথা দিল।

বিশ্বাসী জন রাজার হাত দুটি জড়িয়ে ধরে আবার শপথ করল এবং কথা দিল।

Author:
Price:

Read more

বিশ্বাসী জন রাজার হাত দুটি জড়িয়ে ধরে আবার শপথ করল এবং কথা দিল।
কিছুক্ষণের মধ্যেই রাজামশায়ের মাথা বালিশে কাত হয়ে গেল এবং তিনি পরলোকে গমন করলেন।
রাজামশায়ের কবর দেওয়ার কাজ শেষ হলে পর বিশ্বাসী জন নতুন রাজা অর্থাৎ রাজপুত্রকে কবরের পাশে এনে দাঁড় করাল এবং রাজামশায় তাকে যা বলেছিলেন এবং সে যে কথা দিয়েছিলেন তাও উল্লেখ করে বলল, প্রয়াত রাজামশায়ের আমি যেভাবে সেবা করেছি আপনাকেও আমি ঠিক সেভাবে সেবা করে যাবো। এমনকি আমার প্রাণের বিনিময়েও আমি আমার কথা রক্ষা করব। রাজামশায়ের পারলৌকিক কাজ শেষ হলেই আপনাকে আমি উত্তরাধিকারী হিসেবে যে সব সম্পদ পেয়েছেন সব দেখাব। বোঝাব কখন কীভাবে কোন কাজে কি ব্যয় করতে হবে। কি করে আয় বাড়াতে হবে। সম্পদ অর্জন করতে হবে। এখন চলুন প্রাসাদে ফেরা যাক।

নতুন রাজা কোন কথা না বলে সব শুনলেন। কারণ তিনি জানতেন এবং বিশ্বাস করতেন বিশ্বাসী জন কখনো মিথ্যা কথা বলে না, অন্যায় করে না। এক সময় পারলৌকিক সব কাজ শেষ হল। ভিন রাজ্যের সব অতিথিরা বিদায় নিল।

0 Reviews