Read more
--তা এখন আমরা কি করব? কয়লা জিজ্ঞেস করল।
--আমার মনে হয় আমরা যখন ভাগ্যের বেঁচে গেছি তখন আমাদের
বন্ধুদের মত একসাথে থাকা উচিত। যেভাবে
আমরা বেঁচে গেছি তাতে একসাথে থাকলে নতুন কোন দুর্ভাগ্য আমাদের কাবু করতে পারবে না।
চল এবার দেশ ভ্রমণে বেরিয়ে পড়ি। বিন বিজ্ঞের মত বলল।
তার কথায় সবাই খুশির সাথে একমত হল ও দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। হাটতে হাটতে তারা এক সময় একটা ঝর্ণা তীরে উপস্থিত হল। নদীপার হওয়ার জন্য কোন সেতু নেই। কোন নৌকা নেই। অন্য কোন পথও নেই। কীভাবে তারা ওপারে যাবে তা নিয়ে ভাবতে বসল।
তার কথায় সবাই খুশির সাথে একমত হল ও দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। হাটতে হাটতে তারা এক সময় একটা ঝর্ণা তীরে উপস্থিত হল। নদীপার হওয়ার জন্য কোন সেতু নেই। কোন নৌকা নেই। অন্য কোন পথও নেই। কীভাবে তারা ওপারে যাবে তা নিয়ে ভাবতে বসল।
0 Reviews