খড় তখন বলল আমি ঝর্ণার উপর লম্বালম্বি শুয়ে পড়েছি সেতুর
মত। তোমরা তার উপর দিয়ে এক এক করে ওপারে যাও।
এরপর খড় লম্বালম্বি ঝর্ণার এপাড় থেকে ওপাড়ে শুয়ে পড়ল।
আগুনে স্বভাবের কয়লা খুব হাল্কাভাবে সেতুর উপর উঠে দাঁড়াল এবং চটপট চলতে লাগল।
কিন্তু নতুন তৈরী সেতুর মাঝামাঝি জায়গায় এসে নিচে জলের তীর স্রোত দেখে ঘাবড়ে গেল।
তারপরই কয়লা জলে পড়ল।
0 Reviews