Read more
তীরে দাঁড়াল বিন একটা খুব ভাল মজা হল ভেবে জোরে হাসতে
লাগল। জোরে হাসবার জন্য সে মাঝ মাঝে ফেটে গেল। অতএব অন্য দু’জনের মত তারও মরণ
ঘনিয়ে এল। কিন্তু সেই সময় এক দরজি সেই পথে যাচ্ছিল। সে বিনকে দেখল, তার খুব মায়া
হল। তখন সে ঝর্ণার ধারে বসল এবং তার সুঁচ সুতো বার করল। তারপর বিনের টুকরো দুটিকে
জুড়ে সেলাই করে দিল। বিন সুস্থ হয়ে দরজিকে ধন্যবাদ দিল। কিন্তু কালো সুতো দিয়ে
বিনকে সেলাই করার জন্য তারপর থেকেই প্রত্যেক বিনের একপ্রান্তে কালো দাগ যুক্ত হয়ে
গেল।
0 Reviews