বন্ধুরা তোমরা কখন কীভাবে এলে

বন্ধুরা তোমরা কখন কীভাবে এলে

Author:
Price:

Read more

--বন্ধুরা তোমরা কখন কীভাবে এলে। খড়ের টুকরো জিজ্ঞাসা করল।
--খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি। কোন  রকমে লাফ মেরে জ্বলন্ত  উনান থেকে পালিয়ে এসেছি।
 না হলে মৃত্যু ঘটত এতক্ষণে আর আমি ছাই হয়ে পড়ে থাকতাম। কয়লা বলল।
--আমিও কোন রকমে পিঠের চামড়া বাঁচিয়েছি। বুড়িটা যদি আমাকে কড়াইয়ের মধ্যে ফেলতে পারত তাহলে এতক্ষণে আমি আমার অন্য সাথীদের মতই টুকরো টুকরো হয়ে সেদ্ধ হয়ে যেতাম। বিন কয়লার কথা শেষ হওয়ার সাথে সাথেই বলে উঠল।
--আমার কপালেও এ রকম সৌভাগ্য ঘটেছে। আগুন আর ধোঁয়ায় দম বন্ধ অবস্থায় বুড়িটা যখন আমাদের আগুনের মধ্যে ফেলেছিল তখন আমি তার হাতের মুঠে থেকে গলে বেরিয়ে পালিয়ে এসেছি। ভাগ্যিস বুড়িটা দেখতে পায়নি। খড় হাসতে হাসতে বলল।

0 Reviews