Read more
সকাল
বেলায় সহযাত্রী পথিক গিনির লোভে এসে হাজির হল। এসেই জিজ্ঞাসা করল, শিহরন কি জিনিস
নশ্চই বুঝতে পেরেছ? না, ছোট ছেলে বলল, কি করে জানব বলুল উপরের ঝুলন্ত লোকগুলো
তাদের মুখই খুলল না। আর এত বোকা তারা জামা কাপড়ে আগুন ধরে গেলেও তাদের পুড়ে মরার ভয় নেই। লোকটি দেখল পঞ্চাশ গিনি পাওয়ার আর
কোন আশা নেই তখন হতাশ হয়ে বলল, এরকম আমি এর আগে দেখিনি।
ছোট
ছেলে আবার পথে নামল। তার মুখে সেই একই বুলি। আমি শিহরন কি জানতে চাই। আমি শিউরে
ওঠা শিখতে চাই। তার পিছনে পিছনে হাঁটছিল রাজবাড়ির কোচোয়ান। সে এগিয়ে এসে তাকে
জিজ্ঞাসা করল, তুমি কে?
--আমি
জানি না।
--তুমি
এখানে কেন? কোচয়ান আবার জানতে চাইল। উত্তর একই—আমি জানি না।
--তোমার
নাম কি?
--আমি
বলব না।
--তুমি
বিড়বিড় করে কি বকে চলেছ?
ওঃ, এই
কথা, ছেলেটি বলল, আমি শিউরে ওঠা শিখতে চাই। কিন্তু কেউ শেখাচ্ছে না।
0 Reviews