Read more
--তোমার
বাচালতা বন্ধ করো আর আমার সাথে এস। দেখি তোমার জন্য আমি কি করতে পারি।
কোচোয়ানের
সাথে ছেলেটি হাঁটতে লাগল আর রাতের বেলায় তার এক সরাইখানায় আশ্রয় নিল।
খেতে
যাবার সময় ছেলেটি আবার চিৎকার করে বলে উঠল, উঃ, শিহরণ কাকে বলে আমি যদি জানতাম,
আমি যদি শিউরে উঠতে পারতাম ....।
সরাইখানায়
মালিক তার কথা শুনল এবং বলল, তোমার কথা বন্ধ কর। তুমি যার সাথে যাচ্ছ সে শীঘ্রই
তোমার মনোবাসোনা পূরণ করার ব্যবস্থা করবে।
সরাইখানার
মালিকের বৌ বলল, ছেলেটির চোখ দুটি কি সুন্দর দেখেছ। ওকে কাছে যেতে দিও না। তাহলে
ওই চোখগুলো আর কোনদিন সূর্যের আলো দেখতে পাবে না।
ছেলেটি
বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? শিউরে ওঠা শেখার জন্য আমি কোন কিছুতেই ভয় পাই না। আমি
যাবই।
তখন
কোচোয়ান বলল, প্রাসাদ থেকে কিছু দূরেই একটা পোড়ো দূর্গ আছে। সে দূর্গে যে
তিনরাত্রি কাটাতে পারবে রাজা তার সঙ্গে তাঁর একমাত্র কন্যার বিবাহ দেবেন। রাজকন্যা
গায়ের রং সোনার মতন। পিঠ ভর্তি চুল। ঠোঁট দুটি লাল মানিকের মত। এছাড়াও তিনি আরো
বলেছেন দূর্গে প্রচুর ধনরত্ন আছে, যেগুলি শয়তানেরা পাহারা দিচ্ছে। যে তাদের পটিয়ে
সেগুলো আনতে পারবে সব ধনরত্ন তারই হবে।
0 Reviews