Read more
তবে
জেনে রাখো এর আগে অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ বেঁচে ফেরেনি।
এসব
শুনেও ছেলেটি বলল, আমি যাব।
পরদিন
সকালে ছেলেটি কোচয়ানের সাথে প্রাসাদে এলো। রাজার কাছে গিয়ে বলল, রাজামশায় আপনি যদি
অনুমতি করেন তবে আমি ঐ ভুতুড়ে দুর্গে তিনরাত কাটাতে পারি।
রাজামশায়
তার দিকে তাকিয়ে দেখলেন। তার সরল চোখ দুটি তাকে খুব খুশি করল। তিনি বললেন, তুমি
আমার কাছে তিনটি জিনিস চাইতে পার যেগুলি তুমি দুর্গে রাত কাটানোর জন্য নিয়ে যেতে
পারো।
ছেলেটি
তখন আগুন, একটি চাকা এবং একটি বড় কার্ডবোড স্ক্রু সহ।
রাজামশাই
সমস্ত জিনিস দুর্গে পৌছে দেবার ব্যবস্থা করলেন। সন্ধ্যার সময় ছোট ছেলে গিয়ে দুর্গে
প্রবেশ করল। প্রথমেই সে দুর্গের একটি ঘরে ভাল করে আগুন জ্বালালো। আগুনের চারদিক
আলোকিত হল। তারপর আগুনের কাছে কার্ডবোর্ড ও তার ছুরিটি রাখল। নিজে আগুনের কাছে
চাকার উপর বসে পড়ল। আহা, কি ভালই হত যদি আমি শিউরে ওঠা শিখতে পারতাম। কিন্তু এখনো
আমি কিছুই শিখতে পারলাম না—নিজের মনেই সে বলে উঠল।
0 Reviews