বিশ্বাসী জন রাজাকে জাহাজেই থাকতে বলে

বিশ্বাসী জন রাজাকে জাহাজেই থাকতে বলে

Author:
Price:

Read more

বিশ্বাসী জন রাজাকে জাহাজেই থাকতে বলে বলল, সম্ভবত আমি রাজকন্যাকে জাহাজে নিয়ে আসতে পারব। সে জন্য জাহাজের সব নোঙর খুলে সাবধানে জাহাজে থাকুন।
তারপর জন একটি সুন্দর তোয়ালের মধ্যে কয়েকটি সোনার কাপ নিয়ে জাহাজ থেকে ডাঙ্গায় নামল। তারপর সোজা চলল রাজপ্রাসাদের দিকে। তারপর প্রাসাদের কাছে এসে দেখল প্রাসাদের ফোয়ারার ধারে একজন সুন্দরী। তার হাতে দুটি সোনার ঝারি। ঝারি দিয়ে সে গাছে জল দিচ্ছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে সে একজন অপরিচিত বিদেশীকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি একজন বণিক, এই বলে জন তার তোয়ালে খুলে কাপগুলি দেখাল।
ওঃ কি সুন্দর সোনার কাপ, কারু কাজ কত সুন্দর। রাজকন্যা এ গুলি দেখলে খুব খুশি হবেন আর সবগুলিই কিনে নেবেন। এই বলে সে কাপগুলি হাতে তুলে নিয়ে জনকে নিয়ে প্রাসাদে প্রবেশ করল। কারণ সেই ছিল রাজকন্যার খাস দাসী।

রাজকন্যা তো কাপগুলি দেখে খুব খুশি বললেন, এগুলির নকশা ও কাজ এত ভাল যে সবগুলিই আমি কিনে নেব।

0 Reviews