আমি একজন ধনী সওদাগরের চাকর মাত্র।

আমি একজন ধনী সওদাগরের চাকর মাত্র।

Author:
Price:

Read more

আমি একজন ধনী সওদাগরের চাকর মাত্র। এখানে যা দেখছেন আমার মালিকের জাহাজে যা আছে তার তুলনায় এগুলো কিছুই নয়। কারণ সে সব জিনিসের চেয়ে ভাল শিল্প পৃথিবীতে আর কিছুই তৈরী হয়নি। জন ধীরে ধীরে বলল।
রাজকন্যা তো তক্ষুনি সব নিয়ে আসতে বললেন, জন বলল সে সব বয়ে এখানে নিয়ে আসতে অনেকদিন সময় লেগে যাবে। তাছাড়া আপনার প্রাসাদের সব জিনিস রাখার মত অত ফাঁকা জায়গাও নেই। এ সব কথায় রাজকন্যার কৌতুহল এবং আরো জিনিস কেনার ইচ্ছা অনেকগুণ বেড়ে গেল। তিনি বললেন, আমাকে তোমার জাহাজে নিয়ে চল। আমি নিজে থেকে তোমাদের মালিকের সম্পদ দেখব।
রাজকন্যাকে সঙ্গে নিয়ে জন জাহাজে এলো। রাজকন্যাকে দেখে রাজার হৃদপিন্ড লাফিয়ে মুখের কাছে এসে গেল। কারণ রাজকন্যা তার তৈলচিত্রের চেয়ে অনেক বেশী সুন্দরী। রাজা তার হাতে ধরে জাহাজে উঠতে সাহায্য করলেন। তারপর তাকে ভিতরে নিয়ে গেলেন।

0 Reviews