সেই সখের রাজ্যে এ ভাবেই কাঠুরে কন্যার কেটে গেল এগার বছর।

সেই সখের রাজ্যে এ ভাবেই কাঠুরে কন্যার কেটে গেল এগার বছর।

Author:
Price:

Read more

সেই সখের রাজ্যে এ ভাবেই কাঠুরে কন্যার কেটে গেল এগার বছর। এখন তার বয়স চৌদ্দ। একদিন দেবদূতী বালিকা মা তাকে ডেকে বলল, বাছা আমায় কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। তুমি বাছা এই সুখের রাজ্যের দেখভাল করবে। আর এই চাবির গোছা তোমার কাছে রাখ। এতে তেরখানা চাবি আছে। যাতে দিয়ে তেরখানা ঘরের দরজা খোলা যায়। বাছা তুমি প্রথম বারটা ঘরের তালা খুলে দখেতে পার। সেখানে আছে দারূণ সুখ। কিন্তু ভুল করেও ছোট চাবিটি দিয়ে তের নম্বর ঘর খুলো না। এটা আমার আদেশও বলতে পারো। আমার কথা না শুনলে তুমি কষ্ট পাবে। নিদারুণ দুঃখ তোমাকে গ্রাস করবে।
কাঠুরে কন্যা তার পালিকা মায়ের কাছে শপথ করল যে সব কথাই সে মেনে চলবে। দেবদূতীও বেরিয়ে পড়লেন।

কাঠুরে কন্যাও এক একদিন এক একটা ঘরের দরজা খোলে। এ ভাবে তার বারোখানা ঘরই দেখা হয়ে গেল। প্রত্যেক ঘরের মাঝে সোনার চেয়ারে বসে একজন করে পরী। যাদের মাথার উপর সূর্যের আলোর মত আলোর ছটা। আর ঘরে কেবল আনন্দ আর সুখ। তার সাথে যে সব ছেলে মেয়েরা সেই সব ঘরে ঢুকতো তারা খুব আনন্দ উপভোগ করত।

0 Reviews