দেখ জন ঐ ঘরটা না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না।

দেখ জন ঐ ঘরটা না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না।

Author:
Price:

Read more

দেখ জন ঐ ঘরটা না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না। আমার কোন কাজেই মন বসবে না। এখন আমি এই দরজার সামনে বসলাম। ঘরটা ভিতরে কি আছে না দেখে এখান থেকে উঠব না।
বিশ্বাসী জন আর কি করে। একটা দীর্ঘ নিশ্বাস ফেলে চাবির বিশাল তোড়া থেকে ঐ ঘরের চাবিটা খুঁজে বার করল। দরজাটা আস্তে আস্তে খুলল। তারপর নিজে আগে ঘরের মধ্যে ঢুকল। তারপর এমনভাবে ছবিটা আড়াল করে দাঁড়াল যাতে ছবিটা আড়াল হয়ে যায়। কিন্তু তাতে কোন লাভ হল না। রাজা পায়ের আঙ্গুলে ভর দিয়ে জনের কাঁধের উপর দিয়ে তাকাল। আর সেই রাজকন্যার ছবি দেখা মাত্র তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বিশ্বাসী জন তাকে তুলে বিছানায় নিয়ে সে শুইয়ে দিল। মনে মনে ভগবানকে ডেকে বলল প্রভু আমাদের দয়া কর। কোন দুর্বিপাক যেন আমাদের গ্রাস না করে।

সেবা শুশ্রুষা করে জন রাজাকে সুস্থ করে তুলল। জ্ঞান ফেরার পরই রাজা প্রথম কথাটি বললেন, ঐ ছবিটি কার?

0 Reviews