রাজা তো হেসেই কুটিপাটি

রাজা তো হেসেই কুটিপাটি

Author:
Price:

Read more

রাজা তো হেসেই কুটিপাটি। তারপর চাষাকে সে বললেন এ রকম কেনাবেচায় তোমার আর্থিক লাভ বেশি হয়নি। তুমি রাজকোষে যাও। সেখান থেকে যত খুশি স্বর্ণমূদ্রা নিয়ে বাড়ি যাও। এটাই তোমার পুরষ্কার। কারণ পুরষ্কার নেবার আগেই বিলিয়ে দিয়েছিলে।
দুবার আর রাজাকে বলতে হল না। চাষা এক দৌড়ে গিয়ে রাজকোষে হাজির হল। তারপর কোট, জোব্বা, প্যান্ট সবকিছুর পকেট ভর্তি করে স্বর্ণমূদ্রা নিয়ে বাড়ির পথে রওনা দিল।
পথে পড়ল এক সরাইখানা। চাষা সেখানে ঢুকে পানীয়র জন্য আদেশ দিয়ে মুদ্রাগুলি গুণতে গুণতে নিজের মনেই বকতে লাগল। মার খাওয়ার পর ইহুদীও চাষার পিছু নিয়েছিল। সে আড়াল থেকে শুনল চাষা বছে রাজা আমাকে আবার ঠকাল। বেটা নিজের হাতে আমাকে দিলে বুঝতে পারতাম কত মুদ্রা দিয়েছে। কিন্তু এখন আমি কি করে বুঝবো সব পকেট মিলিয়ে আমি কত টাকার মালিক।

ঈশ্বর তোকে রক্ষা করুক – এ কথা বলেই ইহুদী এক দৌড়ে রাজার কাছে গিয়ে হাজির হল। সে ভাবল এবার বেটা শাস্তি পাবে আর আমি পুরষ্কার পাব তাই সে রাজাকে চাষার কথাগুলো সব বলে দিল।

0 Reviews