সেপাইয়ের কথা শুনে চাষা বলল—রাজামশাইকে আমার পাঁচশোর থেকে তোমাকে দুশো দিতে বলবো।

সেপাইয়ের কথা শুনে চাষা বলল—রাজামশাইকে আমার পাঁচশোর থেকে তোমাকে দুশো দিতে বলবো।

Author:
Price:

Read more

সেপাইয়ের কথা শুনে চাষা বলল—রাজামশাইকে আমার পাঁচশোর থেকে তোমাকে দুশো দিতে বলবো। তুমি তিনদিন পরে ঠিক সময়ে এসো। একজন ইহুদী কাছেই দাঁড়িয়েছিল। সে সব কথাবার্তাই শুনছিল। সেপাই সরে যেতেই সে চাষার কাছে এসে বলল – ওঃ কি সৌভাগ্য। তুমি তোমার সব বড় মুদ্রাগুলো খুচরো পয়সা দেব। তুমি স্বর্ণমুদ্রা নিয়ে কি করবে।
ওহ, তুমি তা ঠিক আছে এখনও তিনশো আছে। তার বদলে তুমি আমাকে খুচরো সব পয়সা দাও। তিনদিন পরে তুমি সেই তিনশো রাজামশাইয়ের কাছ থেকে গুণে নিও।
ইহুদী তো আনন্দে আত্মহারা হয়ে অনেক খুচরো পয়সা দিল। যার মধ্যে অনেকগুলি অচল ছিল। মনে মনে হিসেব করল তার প্রায় একশো স্বর্ণমুদ্রা লাভ হল।
তিনদিন পরে চাষা রাজার কাছে গিয়ে দাঁড়াতেই রাজা চিৎকার করে বললেন বোকা গাধাটার জামা খুলে নাও আর ওর পিঠে গুণে গুণে পাঁচশো দিয়ে দাও।
ওগুলো আর আমার নেই হুজুর। পাঁচশোর দুশো আমি দরবারের প্রহরী সেপাইকে দিয়ে দিয়েছি এবং বাকী তিনশোর বদলে এক ইহুদী আমাকে খুচরো পয়সা দিয়েছে। অতএব পাঁচশোর প্রকৃত প্রাপক এই দুজন।
অতএব পাঁচশো চাবুকের ঘা তাদের পতে হল। সেপাই তো জানত চাবুকের ঘা খেতে কেমন তাই শান্তভাবেই হজম করল। ইহুদী কিন্তু চিৎকার করতে লাগল – উঃ, কী ভীষণ এই স্বর্ণমুদ্রা, আমার সব গেল।

0 Reviews