Read more

রাজামশায় তো রেগে আগুন হয়ে বললেন বেটাকে ধরে নিয়ে এস। ইহুদী আবার সরাইখানায় গিয়ে চাপকে বলল, ‘তুমি এখনই রাজার কাছে চল। তিনি তোমাকে আরো পুরষ্কার দেবেন।
আমি বুঝতে পারছি তিনি দেবেন না। তবে এখন তো তার কাছে এবাবে আমি যেতে পারি না। আমার এখন অনেক টাকা। তাই আমাকে প্রথমে একটা ভাল কোট বানাতে হবে। তারপর সেই কোট গয়ে দিয়ে রাজামশায়ের কাছে যাব।
ইহুদী দেখল টাকা পেয়ে চাষার মত বদলে গেছে। কোট বানিয়ে যেতে হলে অনেক দেরী হয়ে যাবে। তাড়াতাড়ি যেতেই হবে। তখন সে বলল, ‘বন্ধুত্বের খাতিরে আমার কোটটা দিচ্ছি। এই কোটটা নতুন। এটা পরেই তুমি রাজার কাছে চল।
চাষা তো সেই কোট পরে রাজার কাছে হাজির। রাজা ইহুদী তাকে এসে কি বলেছে সে কথা খুব রাগের সাথে বললেন।

তখন চাষা বলল এই ইহুদীর কথায় বিশ্বাস করে আপনি রাগ করেছেন। আমাকে ডেকে পাঠিয়েছেন। ও যে কখন কি বলে তার ঠিক নেই। হয়ত এখনি আমি যে নতুন কোটটা পরে আছি সেটাও ওর বলবে।

0 Reviews