Read more
একথা শুনে ভীষণ রাগে অন্ধ হয়ে রাজকন্যা
ব্যাঙকে তুলে গায়ের জোরে আছাড় মারল দেওয়ালে। এবার তুই চিরদিনের জন্য শান্ত থাকবি
নোংরা ব্যাঙ।
ওমা সেই মুহূর্তে যেন ঘটে গেল ভোজবাজী।
কোথায় ব্যাঙ। তার বদলে ঝলমলে পোশাক পরা এক রাজপুত্র। যার চোখ দুটি কি সুন্দর। কত
মায়াবী। তারপর আর কি? সারারাত ধরে রাজপুত্র বলল কীভাবে এক ডাইনী তাকে ব্যাঙ করে
ঝর্ণার জলে ছুঁড়ে ফেলেছিল এবং রাজকন্যার আকর্ষণ তাকে সেখান থেকে উঠে এসে আবার
রাজপুত্র করেছে।
0 Reviews