পরদিন সকালে দু’জনে এল রাজার কাছে।

পরদিন সকালে দু’জনে এল রাজার কাছে।

Author:
Price:

Read more

পরদিন সকালে দু’জনে এল রাজার কাছে। ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। আর তারপরই রাজপ্রাসাদে এসে থামল আট ঘোড়ায় টানা এক সোনার রথ। যেটায় লোক ছিল রাজপুত্রের একান্ত অনুগত অনুচর জন্‌। এখন যার মত আর সুখী কেউ নেই। সে নিয়ে চলল রাজপুত্রকে তার নিজের পুরীতে।

0 Reviews