Read more
বিরাল আর ইঁদুরের অংশীদারি
খাদক খাদ্যে ভাব মার্জারও মুষিকে।
ভাগাভাগি থাকা থাকি সব শেষে খুশি কে?
সে এক বিড়াল ছিল। তবে বিড়াল হলেও তার
স্বভাবটা ছিল অন্যরকম। একটা ইঁদুরকে কেন জানি তার শিকার করে খেতে ইচ্ছে হল না। সে
ইঁদুরের সাথে বন্ধুত্ব করল। তারপর বলল—
‘দূরে দূরে থেকে কাজ কি ভাই।
0 Reviews