তার চোখের জল দেখে রাজা তো রেগে অগ্নিশর্মা।

তার চোখের জল দেখে রাজা তো রেগে অগ্নিশর্মা।

Author:
Price:

Read more

কিন্তু তার চোখের জল দেখে রাজা তো রেগে অগ্নিশর্মা। বললেন যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে, তাকে তুমি নিশ্চয়ই খুশি করবে।

রাজকন্যা তখন আর কি করে। দু’আঙুলে ব্যাঙকে তুলে নিজের শয়ন কক্ষে এনে অন্ধকার  কোণে তাকে ছুঁড়ে ফেলে দিল। তারপর যেই না নরম বিছানায় গা এলিয়ে দিয়েছে অমনি আবার—
রাজকন্যা একি হল তোমার উচিত কাজ
ক্লান্ত আমি কোথায় শোব
তবে কি রাজার কাছেই যাব
তখন কিন্তু তুমি আবার পাবে ভীষণ লাজ।

0 Reviews