চমক ভাঙল রাজকন্যার ব্যাঙের কথায়

চমক ভাঙল রাজকন্যার ব্যাঙের কথায়

Author:
Price:

Read more

চমক ভাঙল রাজকন্যার ব্যাঙের কথায়।
তৃপ্তি করে খেলাম কন্যে
ক্লান্ত আমি বেশ
তোমার ঘরে তুলে নাও
                     শোয়াও তোমার বিছানায়।


একথা শুনেই রাজকন্যার আবার কান্না। ভয়ে ঘেন্নায় তার গা শিরশির করছে। ওই ঠান্ডা দেহের কদাকার ব্যাঙের সাথে সাথে তাকে এক বিছানায় ঘুমোতে হবে। যাঁকে ছুঁতে ঘেন্না হয় তার সাথে ওই নরম মখমলের মতো বিছানায় শুয়ে ঘুমোতে হবে।

0 Reviews