Read more
চালাক পাখি
একদিন একটা লোক পাখির বড় খাঁচা বানিয়ে ছিল। সেই খাঁচা -এ অনেক পাখি একসঙ্গে থাকত ও তার ভিতর উড়তে পারত। লোকটা রোজ খাঁচার ভিতর খাবার ও জল দিত পাখিদের জন্য। একদিন লোকটা বাড়িতে ছিল না, সেই সুযোগে একটা চালাক বিড়াল ডাক্তারের পোশাক পরে খাঁচার সামনে গেল। সে এসে বলল, "ও আমার বন্ধুরা , আমি হলাম তোমাদের ডাক্তার, দরজাটা খোল আমি তোমাদের সকলকে একবার চেক করব।" পাখিগুলো বিড়ালের চালাকি বুঝতে পেরেছে। তারা তখন বলল,"তুমি হলে একটা বিড়াল, আমাদের শত্রু তোমাকে কখনো দরজা খুলে দি।" বিড়াল দেখল পাখিরা চিনতে পেরেছে যে সে বিড়াল। তাই বিড়ালটা সেখান থেকে পালিয়ে গেল।
0 Reviews