Read more
বুদ্ধিমান নাপিত
একদিন একটা নপিত জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জঙ্গলটা ছিল বন্য পশুতে ভরা। তাই তার খুব ভয় করছিল। হঠাত তার মনে হলো ভয়গুলো যেন সত্যি হয়ে গেল। কেননা একটা সিংহ তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কিন্তু নাপিতটা তার মনকে শক্ত করে রাখল,ভয় পেল না। সে অনেক সাহস নিয়ে সিংহের কাছে গেল। সে বলল ও ! তুমি এখানে,আর আমি তোমাকে কখন থেকে খুজছি। একথা শুনে সিংহটা আশ্চর্য হয়ে গেল। সিংহ জিজ্ঞাসা করল, "কিন্তু তুমি আমাকে খুঁজছ কেন?" নাপিতটা উত্তরে বলল , "রাজামশাই আমাকে দুটো সিংহ ধরতে বলেছিলেন। আমি একটা সিংহকে আগেই ধরেছি, আর পরের জন হলে তুমি।
একথা বলে নাপিতটা একটা আয়না বের করে সিংহকে দেখালো। সিংহ নিজের ছবি আয়নাতে দেখে ভাবলো ওটাই বোধহয় অন্য সিংহটা। তাই সিংহটা ভয়ে দৌড়ে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচালো। আর বুদ্ধিমান নাপিতটাও চলে গেল।
একথা বলে নাপিতটা একটা আয়না বের করে সিংহকে দেখালো। সিংহ নিজের ছবি আয়নাতে দেখে ভাবলো ওটাই বোধহয় অন্য সিংহটা। তাই সিংহটা ভয়ে দৌড়ে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচালো। আর বুদ্ধিমান নাপিতটাও চলে গেল।
0 Reviews