এভাবে সে তিন তিনটি রাজ্য পার হয়ে

এভাবে সে তিন তিনটি রাজ্য পার হয়ে

Author:
Price:

Read more

এভাবে সে তিন তিনটি রাজ্য পার হয়ে একদিন সন্ধ্যায় এক জঙ্গলের কাছে একটা গাছের নিচে বসেছিল। তার খুব ঘুম পাচ্ছিল। সে সময় সে গাছের ডানে ডানা ঝটপটানির শব্দ পেল এবং তার কোলের উপর এসে পড়ল একটা সোনালি আপেল। আর তার সাথেই তিনটি কাক উড়ে নিচে নেমে এসে তার হাঁটুর উপর বসল।
--আমরা সেই তিনটি কাক। যাদের তুমি নিজের ঘোড়ার মাংস খাইয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে। আমরা শুনলাম তুমি সোনালি আপেলের খোঁজ করছ। তাই আমরা তিন দিনের পর দিন সমুদ্রের উপর দিয়ে উড়ে পৃথিবীর শেষ প্রান্তে উড়ে গেলাম। সেখানে আছে জীবন বৃক্ষের গাছ। সেখান থেকেই তোমার জন্য আপেলটি নিয়ে এসেছি।

আনন্দ আর উল্লাস নিয়ে যুবক প্রাসাদে ফিরে এসে রাজকন্যাকে আপেলটি উপহার দিল। রাজকন্যার আর কোন বাহানা দেখানোর উপায় নেই। তখন আপেলটি দু’টুকরো করে খেল এবং খাওয়ার পরই পরস্পরের প্রতি ভালবাসায় তাদের মন পূর্ণ হয়ে গেল। ফলে বিয়েতে কোন বাধাই থাকল না। তারপর তারা অনেকদিন সুখে জীবন-যাপন করতে করতে বুড়ো বুড়ি হয়ে গিয়েছিল।

0 Reviews