Read more
এ কথা বলেই দরজি
বেরিয়ে গেল। তাকে অনুসরণ করল একশো নাইট। জঙ্গলের কাছাকাছি এসে দরজি নাইটদের বলল –
তোমরা এখানে অপেক্ষা কর। আমি দৈত্যদের একাই খতম করতে চাই।
তারপর সে জঙ্গলে
ঢুকে পড়ল এবং ডাইনে বাঁয়ে তাকাতে তাকাতে সাবধানে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে
দেখল দৈত্য দুটো একটা গাছের তলায় ঘুমিয়ে আছে। এমন জোরে তাদের নাক ডাকছে যে গাছের
ডালপালাগুলো তাতে দুলছে। সাহসী দরজি তার জামার দুটো পকেটে পাথর দিয়ে বোঝাই করে
গাছের উপর চড়ে বসল। গাছের মাঝামাঝি জায়গায় পৌঁছে ডালপালার আড়ালে সে ভাল ভাবে
এমনভাবে বসল। যাতে সে দুই দৈত্যর ঠিক উপরে থাকে। এরপর সে তার পকেট থেকে পাথর দিয়ে
একটার পর একটা দৈত্যের বুকের উপর ফেলতে লাগল। প্রথম দিকে দৈত্যরা ভ্রুক্ষেপই করল
না। তারপর এক সময় উঠে তার সঙ্গীটাকে ধাক্কা দিয়ে জাগাল, তুই আমাকে মারছিস কেন?
--আরে তুই স্বপ্ন
দেখছিস। আমি তোকে মারিনি। দ্বিতীয় দৈত্যটি বলল। তারপর তারা দুজনে আবার ঘুমিয়ে পড়ল।
এরপর দরজি দ্বিতীয় দৈত্যটার বুকে পাথর ফেলতে লাগল।
--এটা আবার কি
রকম ব্যবহার। তুই আমাকে মারছিস কেন? দ্বিতীয় দৈত্যটা প্রথম দৈত্যকে ধাক্কা মেরে
বলল।
--আমি তোকে
ছুঁয়েও দেখিনি। তুই নিশ্চয় স্বপ্ন দেখছিস। প্রথম দৈত্য এ কথা বলায় কিছুক্ষণ তাদের
মধ্যে কথা কাটাকাটি হল। খুব ক্লান্ত থাকার জন্য তারা আবার শুয়ে ঘুমিয়ে পড়ল।
--দরজি তার খেলা
আরম্ভ করল। কিছুক্ষণ পরে একটা বেশ বড় পাথর প্রথম দৈত্যটার বুকে সজোরে ছুঁড়ে মারল।
--কাজটা খুব ভাল
করলি না বলেই প্রথম দৈত্যটা তার সঙ্গীর উপর রাগে আছড়ে পড়ে কিল ঘুঁষি মারতে লাগল।
দ্বিতীয় দৈত্যটাও কম গোঁয়ার ছিল না। সেও মারামারি আরম্ভ করল। তারপর তারা সেখানের
বড় বড় গাছ তুলে নিয়ে পরস্পরকে মারতে লাগল। একসময় তারা দুজনেই পড়ে গেল।
0 Reviews