যাক বাবা খুব বেঁচে গেছি।

যাক বাবা খুব বেঁচে গেছি।

Author:
Price:

Read more

--যাক বাবা খুব বেঁচে গেছি। ভাগ্যিস আমি যে গাছে বসেছিলাম সেটা উপড়ায়নি। এই বলে দরজি গাছ থেকে লাফিয়ে নামল। তারপর তার তরবারী বার করে দুজনের বুকে গভীর ক্ষত করে দিয়ে তার নাইটদের কাছে ফিরে গেল।
--দুটো দৈত্যকেই খতম করেছি। উঃ একটা কি ভীষণ কঠিন কাজ ছিল। তবে দৈত্য দুটো গাছপালা উপড়ে ভালই লড়াই করেছিল আমার সাথে। তবু তারা আমাকে একটাও আঘাত করতে পারেনি। কারণ আমি এক চড়ে সাত সাবাড় করি।
--তোমার কি কোথাও কোন আঘাত লাগেনি? নাইটরা বিস্ময়ের সাথ প্রশ্ন করল।
--তারা আমার চুলও ছুঁতে পারেনি। এ রকটাই তো হওয়ার কথা দরজির এ কথাও নাইটরা বিশ্বাস করল না। যতক্ষণ পর্যন্ত না তারা জঙ্গলে গিয়ে দৈত্য দুটোর মৃতদেহ এবং ওপড়ানো গাছগুলো দেখলো।
এরপর দরজি রাজার কাছে গিয়ে কথামত তার পুরস্কার দাবি করল। ঝোঁকের মাথায় কথা দিয়ে তো রাজা এখন তাকে এড়ানোর জন্য অন্য পরিকল্পনা করলেন।
--রাজকন্যা আর অর্ধেক রাজত্ব পাবার আগে তোমাকে আরো একটি বীরত্বপূর্ণ কাজ করতে হবে। রাজ্যের অন্যপ্রান্তে জঙ্গলে একটা বিশাল একশৃঙ্গ গন্ডার আছে। সেটা শস্য ও ফসলের খুব ক্ষতি করছে। সবাই তাকে ভয় পায়। তাকে রোখা যায় না। তুমি তাকে ধরে শায়েস্তা কর।

--যে লোকটা এক চড়ে সাত মারে, দুটো দৈত্যকে মেরে ফেলেছে তার কাছে গন্ডার ধরা  তো নস্যি। তবে দুষ্টকে শাস্তি দেওয়া আমার কাজ অতএব এ কাজটা আমি করব। এই বলে দরজি একটা কুঠার আর শক্ত দড়ি নিয়ে জঙ্গলের দিকে চলল। সে সব যোদ্ধারা তার সাথে ছিল তারা বাইরে অপেক্ষা করতে লাগল। তাকে বেশি খোঁজাখুঁজি করতে হল না। গন্ডারটা তাকে দেখতে পেয়েই তার দিকে ছুটে আসতে লাগল শিং দিয়ে কিমা বানিয়ে ফেলার জন্য।

0 Reviews