রাজার সভাসদরা এ দিকে দরজির উপর ঈর্ষাগ্রস্ত হয়ে পড়ল।

রাজার সভাসদরা এ দিকে দরজির উপর ঈর্ষাগ্রস্ত হয়ে পড়ল।

Author:
Price:

Read more

রাজার সভাসদরা এ দিকে দরজির উপর ঈর্ষাগ্রস্ত হয়ে পড়ল। পারলে তারা তাকে ফুটো জাহাজে চাপিয়ে সমুদ্রের হাজার মাইল দূরে ছেড়ে দিয়ে আসত। তারা নিজেদের মধ্যে আলোচনা করল – লোকটা এক চড়ে সাত জন সাবাড় করে। তাহলে আমরা থেকে কি করব? যুদ্ধ লাগলে যুদ্ধক্ষেত্রে তো লোকটাই এক এক চড়ে সাতজন করে মারবে। আমাদের করার জন্য কিছুই থাকবে না। এ সব আলোচনার পর তারা একযোগে গিয়ে রাজার কাছে পদত্যাগ করার অনুমতি চাইল। মুখে বলল – যে লোক এক চড়ে সাত জন সাবার করে তার সঙ্গী আমরা হতে পারব না।
রাজা এক জনার জন্য তার বিশ্বস্ত সব অনুচরদের হারাতে চাইলেন না। তাছাড়া লোকটা সত্যিই কত বড় বীর তা তিনি নিজে পরখ করেও দেখেননি। তাই লোকটার হাত থেকে মুক্তির উপায় ভাবতে লাগলেন। তার ভয় লোকটা এসে যদি তাদের সাবাড় করে দিয়ে প্রাসাদের দখল নেয় তখন কি হবে।
অনেক চিন্তা ভাবনার পর তিনি দরজিকে ডেকে পাঠিয়ে বললেন – আমার রাজ্যের প্রান্তে জঙ্গলে দুটো দৈত্য বাস করে। তারা প্রায়ই আমার রাজ্যের নিরীহ প্রজাদের উপর অত্যাচার করে। তাদের মেরে ফেলে লুঠতোরাজ চালায়। তোমার মত বীর ছাড়া তাদের শায়েস্তা করতে কেউ পারবে না। কেউই প্রাণের মায়ায় তাদের শাস্তি দিতে চায় না। তুমি যদি ঐ দৈত্য দুটোকে বধ করতে পার তাবে আমি আমার একমাত্র কন্যার সাথে তোমার বিবাহ দেব। যৌতুক হিসাবে পাবে অর্ধেক রাজ্য। একশো জন নাইটকে তোমার সাহায্যকারী যোদ্ধা হিসেবে সঙ্গে নিয়ে যাবে।

--হ্যাঁ এটা আমার মত লোকের উপযুক্ত কাজ। রাজকন্যা আর অর্ধেক রাজত্ব তো সহজে আসে না আর বারবার আসে না। মুখে বলল – খুব তাড়াতাড়িই আমি দৈত্য দুটোকে নিকেশ করব। তবে আমার মত লোক যে এক চড়ে সাতজন মারে তার একশ নাইটের এই কাজে প্রয়োজন হবে না।

0 Reviews