বনের তিন বামন বুড়ো

বনের তিন বামন বুড়ো

Author:
Price:

Read more

বনের তিন বামন বুড়ো

তিন বামনে খুশি করে কে পেল মজার বর
সুখে কাটবে সারা জনম মুখে ঝরবে সোনার মোহর
মরবে কে সে দুঃখ পেয়ে ভাল মানুষের মরতে যেয়ে
কোলা ব্যাঙ পড়বে মুখে মরবে অশেষ কন্টে দুখে।

কে কোন জন। সেই গল্পই এ গল্প। অনেকদিন আগের কথা একজন লোকের বউ মরে গিয়েছিল। তার ছিল একটি সুন্দরী শান্ত মেয়ে। তার ছিল কে বিধবা প্রতিবেশিনী। তারও ছিল কে হত কুৎসিত মেয়ে। কুঁড়ের বাদশা ছিল সেই মেয়ে। দুই মেয়ের মধ্যে খুব ভাব ছিল। তারা এক সঙ্গে খেলাধুলা করত। একদিন লোকটি মেয়ে বিধবার বাড়ি এলে বিধবাটি তাকে বলল – দেখ তোমার বাবা যদি আমাকে বিয়ে করেন তবে তুমি রোজ দুধে আঁচাবে আর পান করবে আঙুরের মিষ্টি রস। আমার মেয়ে জলেই আঁচাবে আর জলই পান করবে।
মেয়েটি তার বাবাকে সে কথা বলল। লোকটি প্রথমে রাজি হল না। তারপর মেয়ের কাছে বারবার একই কথা শুনে সে একটা বড় বুট জুতো বার করে বলল—এই জুতোর তলায় একটা বড় ছেঁদা আছে। তুমি এই জুতোটি নিয়ে ঘরের বাইরের পেরেকটায় টাঙিয়ে জল ভরে রেখে দাও। যদি এক ফোঁটাও জল না পরে যায় তবেই আমি তাকে বিয়ে করব।
মেয়েটি তাই করল। কিছুক্ষণ পর দেখল এক ফোঁটা তো বেরিয়ে যায়নি, অপরন্তু বুট জুতো জলের ভারে উপছে পড়ছে। সে এ কথা তার বাবাকে এসে বলল। বাবা নিজের চোখে সব দেখে বিয়ের দিন ঠিক করল মহা ধুম-ধাম করে উভয়ের বিয়ে হয়ে গেল।

তার পরদিন মেয়েটি উঠে দুধে আঁচাল, মিষ্টি আঙুরের রস পান করল। বিধবার মেয়ে জলেই আচাল, জলই পান করল। দ্বিতীয় দিনও তাই হল। তৃতীয় দিনে লোকটির মেয়ে আঁচানোর জন্য পেল জল আর পান করার জন্য আঙুরের রস। বিধবার মেয়েও তাই পেল। চতুর্থ দিন থেকে লোকটির মেয়ে আঁচানোর জন্য এবং পানের জন্য পেল কেবল জল। অন্যদিকে বিধবার মেয়ে পেতে লাগল দুধ এবং আঙুরের রস। এবং এ ভাবেই চলতে লাগল।

0 Reviews