Read more
রাজকন্যার কাছেই রানিকে আগুনে পুড়িয়ে মারার
ব্যবস্থা হল। রানিকে একটি খুঁটিতে বেঁধে তার পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হল। রাজা
একটি জানলা থেকে দেখছিলেন তার রানিকে। চোখ তার জলে ভরে উঠছিল। তিনি সত্যিই রানিকে
খুব ভালবাসতেন। তবু কিছু করার উপায় নেই। আগুনের লকলকে জিভ রাজকন্যার পায়ের নিচে
লুটিয়ে পড়া গাউন ছুঁতে চলেছে। ঠিক সেই মুহূর্তে সাত বছর পেরিয়ে গেল। বাতাসে শোনা
গেল সোঁ সোঁ শব্দ। বারোটি কাক ডানা ঝাপটিয়ে নামল মাটিতে। আর মাটিতে পা দেওয়ার সাথে
সাথেই তারা হয়ে গেল সুন্দর বারোজন রাজপুত্র। তার বড় বড় দাদা চারদিক থেকে ছুটে গিয়ে
তার আগুন নিভেয়ে বাঁধন কেটে আগুনের বাইরে বের করে নিয়ে এল। তারা রাজকন্যার চোখের
জল মুছিয়ে দিয়ে আদর করল। রাজকন্যা বলল আমি তোমাদের মুক্ত করতে পেরেছি।
রাজা নিচে নেমে এলে তাকে বলা হল কেন রাজকন্যা
এতদিন কোন কথা বলেনি বা হাসেনি। সব শুনে রাজা তো খুব খুশি। এমন রানি কোথায় পাওযা
যায়।
0 Reviews