Read more
--আমি তোমার সাথে এখনি যেতে চাই। কিন্তু আমি জানি না। এই
কক্ষ থেকে নামব কি করে। এবার থেকে তুমি যখনই আসবে তখনই কিছু সিল্কের সুতো নিয়ে
আসবে। তা দিয়ে আমি দড়ির মই তৈরি করব। মই তৈরি হয়ে গেলেই আমি নিচে নেমে আসব। সেখানে
ঘোড়া নিয়ে তুমি তৈরি থাকবে আমাকে ঘোড়ার ফিঠে চড়িয়ে জঙ্গল থেকে নিয়ে যাওয়ার জন্য।
একটা কথা মনে রাখবে সন্ধ্যা হওয়ার আগে কোন দিন এসো না। তাহলে ধরা পড়ে যাবে। ডাইনি
কেবল মাত্র দিনের বেলায় আসে। যাতে তারা প্রত্যেকদিন সন্ধ্যার পর দেখা করত। ডাইনি
বুড়ি কিছুই টেরই পায়নি। কিন্তু রুপাঞ্জেল এরদিন নিজের দোষে ধরা পড়ে গেল।
--মা তুমি আমার কাছে যখন উঠে আস তখন তুমি হাঁপাও। মনে হয়
তোমার খুব কষ্ট হয়েছে। কিন্তু যুবক রাজপুত্র যখন আসে মনে হয় যেন আরামেই এল। হ্যাঁ,
যে রাজপুত্র কিছুক্ষণ আগেও এখানে এসেছিল। রুপাঞ্জেল কথাগুলো কোন কিছু না ভেবে সরল
মনে বলেছিল।
--হতচ্ছাড়া, বদমায়েস মেয়ে। ডাইনী রুপাঞ্জেলের কথা শুনেই
বিস্নয়ে চিৎকার করে বলেছিল।
--এ আমি কি শুনছি। আমি ভেবেছিলাম তোকে আমি সারা পৃথিবী
থেকে বিচ্ছিন্ন করে রেখেছি। কেউ তোর খবর রাখেনি। তুই কারো মুখ দর্শন করিসনি। অথচ
তুই আমাকে ঠকিয়ে ডুবে ডুবে জল খাচ্ছিস। তারপর রাগে সে আগুন হয়ে রুপাঞ্জেলের সুন্দর
চুলগুলো ডান হাতে জোরে টেনে ধরে বাঁ হাতে তার পিঠে, গালে দমাদম কিল, চড়, ঘুষি
মারতে লাগল। তাতেও তার রাগ কমল না। একজোড়া কাঁচি এনে অত সুন্দর চুলগুলো কচাকচ কেটে
ফেলল।
0 Reviews