রাজা বললেন – দুষ্টু তিমি নিজেই বলেছ তোমার শাস্তি কেমন হওয়া উচিত।

রাজা বললেন – দুষ্টু তিমি নিজেই বলেছ তোমার শাস্তি কেমন হওয়া উচিত।

Author:
Price:

Read more

রাজা বললেন – দুষ্টু তিমি নিজেই বলেছ তোমার শাস্তি কেমন হওয়া উচিত। এখন তাই হবে।
তারপর আদেশ দিলেন মা ও মেয়েকে গজালওয়ালা পিপেতে ভরে পাহাড় থেকে নদীর জলে গড়িয়ে ফেলে দিতে।
আদেশ পালিত হল। গড়াতে গড়াতে মা ও মেয়ে নদীর জলে পড়ে মরে গেল।
আর আমাদের ভাল মেয়ে সুখে শান্তিতে রানীর মতই দিন কাটাতে লাগল।

0 Reviews