সে দিনই ঘটল আর একটা ঘটনা।

সে দিনই ঘটল আর একটা ঘটনা।

Author:
Price:

Read more

সে দিনই ঘটল আর একটা ঘটনা। রানি সবচেয়ে দামি আংটিটা হারিয়ে গেল। রানি এই বিশ্বস্ত অনুচরটিকেই সন্দেহ করলেন। রাজা অনুচরকে ডেকে রাগত স্বরে বললেন – কাল সকালের মধ্যে কে দোষী না জানতে পারলে তোমার বিচার হবে। তোমাকে শাস্তি পেতে হবে। সে যতই তার নির্দোষিতার কথা বলুক রাজা কোন কথা না শুনে তাকে বের করে দিলেন। সমস্যা আর একরাশ ভয় নিয়ে অনুচরটি প্রাসাদ চত্বরের বাইরে এসে দাঁড়াল। সেখানে একটা ঝর্ণায় কতগুলো হাঁস চরে বেড়াচ্ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। অনুচরটি তাদের কথা শোনার চেষ্টা করছিল। হাঁসগুলো সারাদিন কে কত ভাল ভাল খাবার খেয়েছে তারই গল্প করছিল। হাঁসগুলোর মধ্যে একটা মোটাসোটা হাঁস করূণ স্বরে বলল – আমার পেটের মধ্যে শক্ত ভারী পাথরের মত কিছু একটা বড় ঝামেলা পাকাচ্ছে। আসলে মনে হয় প্রাসাদে রানীর জানালার নিচে ভাল কিছু খাবার পড়ে থাকতে দেখে একটা আংটিও খাবারগুলোর সাথে তাড়িয়ে তাড়িয়ে গিলে ফেলেছিলাম। সেই আংটিটাই আমাকে জ্বালাচ্ছে।
অনুচর তখনই হাঁসটার ঘাড় ধরে ফেলল এবং তাকে সেই ভাবে রাজার রন্ধনশালায় নিয়ে এসে পাচককে বলল – হাঁসটা কত মোটা সোটা দেখেছ? এটাকে কেটে রোস্ট বানাও।
--হ্যাঁ, ঠিকই বলেছ। বেশ গায়ে গতরে হয়েছে হাঁসটা। চর্বিও অনেক জমেছে এর গায়ে। এই বলে পাচক হাঁসটা নিয়ে তার গলা কেটে ফেলল। তারপর তার পেট চিরে ফেলতেই তার পেট থেকে আংটিটা বেরিয়ে পড়ল।
তখন সে রানির কাছে গিয়ে তার নির্দোষিতা প্রমাণ করল। রানি তখন তার প‍্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার প্রতিকার করতে চাইলেন। তাকে ক্ষমা করে রাজ্যের সর্ব্বোচ্চ সম্মান, রাজসভায় উঁচুপদ এবং প্রচুর ধন সম্পদ দিতে চাইলেন।

অনুচর এ সবই প্রত্যাখ্যান করল এবং বিনয়ের সাথে একটি ঘোড়া এবং কিছু টাকা পয়সা চাইল। কারণ তখন তার পৃথিবীটা একটু ঘুরে দেখার সাধ জেগেছে। সে এবার একটু ভ্রমণে বেরোতে চায়। যে মুহূর্তে তার অনুরোধ মঞ্জুর করা হল সেই মুহূর্তেই সে ঘোড়ায় চেপে পৃথিবী দেখতে বেরিয়ে পড়ল।

0 Reviews