সাদা সাপ

সাদা সাপ

Author:
Price:

Read more

সাদা সাপ

রাজা ছিল ভীষণ জ্ঞানী
কিন্তু কেমন করে
সাদা সাপের মাংস কেয়েই
বুদ্ধি বিশাল ধরে।

গল্পটা কিন্তু সেই রাজাকে নিয়ে নয়। রাজার এক অনুচরকে দিয়েই গল্পটা তাহলে শোনা যাক তার কাহিনী। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিলেন। যাঁর অগাধ জ্ঞানের কথা সারা পৃথিবীর লোক জানত। কোন কিছুই তাঁর অজানা ছিল না, অজানা থাকত না। কখনও কখনও এ রকম মনে হত যে সব গুপ্তরহস্য, গোপন ঘটনা, বাতাসে তাঁর কাছে ভেসে আসে।
কিন্তু তাঁর এক আশ্চর্য নিয়ম ছিল। কখনও যার অন্যথা হত না। দুপুর-বেলায় খাওয়া দাওয়ার পর টেবিল সাফ-সুতরো হয়ে গেল যখন চারপাশ কেউ থাকত না তখন তার বিশ্বস্ত অনুচর ঢাকনা দেওয়া একটা সোনার বাটি নিয়ে আসত। সেই অনুচরও জানত না ওই বাটিতে কি আছে। কারণ বাটি রেখে ঘরের বাইরে সবাই চলে গেলে পরই রাজা বাটির ঢাকনা খুলত।

অনেকদিন ধরেই এ রকমটা চলছিল। কিন্তু একদিন সেই অনুচর ভাবল কি আছে এই বাটিতে। যার জন্য এত রাখ ঢাক। তীব্র কৌতুহল তাকে দিশেহারা করে দিল। নিজেকে সে আর নিরস্ত করতে পারল না। রাজার কাছে বাটিটা না নিয়ে গিয়ে আগে সে সোজা নিজের ঘরে গেল। সেখানে গিয়ে দরজা বন্ধ করে বাটির ঢাকনাটা খুলে দেখে বাটির মধ্যে রোস্ট করা একটা সাদা সাপ। সেটা দেখে তার থেকে এক টুকরো খাওয়ার লোভ সে সামলাতে পারল না। সাদা সাপ থেকে এক টুকরো কেটে সে খেয়ে ফেলল। খাওয়ার পরই সে জানলার কাছ থেকে কিছু ফিসফিস স্বরে কথা বার্তা শুনতে পেল। সে দেখল চড়াইগুলো কথা বলছে এবং সে তাদের সব কথা বুঝতে পারছে। তারা সারাদিন ধানের খেতে, জঙ্গলে কি কি দেখছে সে সবই আলোচনা করছিল। সে বুঝতে পারল সাপের মাংস খাওয়ার ফলেই তার পশুপাখির কথা বোঝার ক্ষমতা হয়েছে। রাজা রোজ ওই সাদা সাপ খান বলেই পৃথিবীর সব গোপন খবর পশু-পাখি, কীট-পতঙ্গের কাছ থেকে জেনে যান।

0 Reviews