Read more

সে তার স্বামীকে ঘরে নিয়ে এল। তারপর ছেলেটির বাবাকে গালিগালাজ করতে করতে তার বাড়ি যেয়ে হাজির হয়ে বলল, তোমার ছেলে একটা হতভাগা ও যে সর্বনাশ করেছে। আমার স্বামীকে ছুঁড়ে ফেলে তার বুকের হাড় ভেঙ্গে দিয়েছে। চল তোমার বুদ্ধু ছেলেকে নিয়ে আসবে।
বাবা তো রেগে ফেটে পড়ল। তারপর ছেলেকে মারতে মারতে নিয়ে এসে বলল, এ রকম শয়তানী করার মানে কী? তারা তোমার কি ক্ষতি করেছিল?

--বাবা, আমার কথা শোন, ছেলেটি বলল – আমি জেনে শুনে কিছু করিনি। মাঝরাতে সাদা ছায়ামূর্তি দেখে ভাবলাম কোন দুষ্টু আত্মা বা চোর। শেষে, বারবার জানতে চেয়েও কোন উত্তর না পেয়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিলাম।

0 Reviews