স্যাক্সটনের বৌ অনেকক্ষণ অপেক্ষা করার পরও স্বামী

স্যাক্সটনের বৌ অনেকক্ষণ অপেক্ষা করার পরও স্বামী

Author:
Price:

Read more

স্যাক্সটনের বৌ অনেকক্ষণ অপেক্ষা করার পরও স্বামী ফিরছে না দেখে উৎকন্ঠা নিয়ে ছেলেটিকে ঘুম থেকে ডেকে তুলল। বলল, তোমার কর্তা কোথায়? সো তো তোমার পিছন পিছনই গির্জায় গেছে।
না, আমি জানি না। তবে গির্জার ঘন্টা ঘরে সিঁড়িতে একটা সাদা ছায়ামুর্তি দাঁড়িয়ে ছিল। তাকে অনেকবার জিজ্ঞাসা করার পর কোন উত্তর না পেয়ে চোর ভেবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন গিয়ে দেখ সেটা স্যাক্সন ছিল কিনা। যদি সে স্যাক্সন হয় তবে আমি খুব দুঃখিত। ছেলেটি বলল।
এ কথা শুনেই স্যাক্টনের বৌ দৌড়ে গির্জায় ঘরে দেখে তার স্বামী এক কোণের শুয়ে ব্যাথায় কাতরাচ্ছে। তার বুকের একটা পাঁজরা ভেঙ্গ গেছে।

0 Reviews