রদিন রানি এলে মেয়েটি তাদের লুকিয়ে রাখল এবং নরম মখমলের মতো সুতোর বান্ডিল দেখে রানি খুব খুশি হলেন।

রদিন রানি এলে মেয়েটি তাদের লুকিয়ে রাখল এবং নরম মখমলের মতো সুতোর বান্ডিল দেখে রানি খুব খুশি হলেন।

Author:
Price:

Read more

অলস কন্যা তার সব সমস্যার কথা খুলে বলে তাদের কাছে সাহায্য চাইল।
তারা বলল আমরা তোমাকে সাহায্য করব যদি তুমি আমাদের তিনজনকে তোমার বিয়ের ভোজে নেমন্তন্ন কর। তুমি আমাদের দেখে লজ্জা পাবে না, ঘেন্না করবে না, নিজের মাসী বলে পরিচয় দিয়ে তোমার পাশে বসিয়ে আমাদের খাওয়াবে।
এ সব করলে আখেরে তোমারই ভাল হবে। আর না করলে তোমার শাস্তি হবে।

অলস কন্যা তাড়াতাড়ি রাজি হয়ে গেল। আর তারাও কাজে বসে গেল। প্রথমে তার ঘরে কিছুটা জায়গা পরিস্কার করে সুতো কাটা আরম্ভ করল। একজন তুলো থেকে সুতো টেনে বার করতে লাগল, অপর জন সেটা চরকাতে ঘোরাতে লাগলো আর তৃতীয় জন সেটাকে ভিজে রাখতে লাগলো। এভাবেই তারা সুতো কাটার কাজ করে চলল। পরদিন রানি এলে মেয়েটি তাদের লুকিয়ে রাখল এবং নরম মখমলের মতো সুতোর বান্ডিল দেখে রানি খুব খুশি হলেন।

0 Reviews