এক সময় প্রথম ঘরটির তুলো শেষ হয়ে সুতো দিয়ে বোঝাই তিনটি কক্ষে রেশম-এর মতো সুতোয় ভর্তি দেখে খুব খুশি হলেন।

এক সময় প্রথম ঘরটির তুলো শেষ হয়ে সুতো দিয়ে বোঝাই তিনটি কক্ষে রেশম-এর মতো সুতোয় ভর্তি দেখে খুব খুশি হলেন।

Author:
Price:

Read more

এক সময় প্রথম ঘরটির তুলো শেষ হয়ে সুতো দিয়ে বোঝাই তিনটি কক্ষে রেশম-এর মতো সুতোয় ভর্তি দেখে খুব খুশি হলেন। অতএব বড় রাজপুত্রের সাথে অলস কন্যার বিয়েও হয়ে গেল। রাজপুত্র তো সুন্দরী, চালাক আর পরিশ্রমী বৌ পেয়ে খুব খুশি। কারণ সে তো জানে না তার বৌ কোন কাজ জানে না। আমার তিনজন মাসী আছে। যারা আমার দুঃসময়ে আমাকে খুব সাহায্য করেছে। আমার এই আনন্দের দিনে আমি তাদের নেমন্তন্ন করতে চাই। ভোজের সময় তারা আমার পাশে বসে খাবে, তোমারা কি আমাকে তাদের নেমন্তন্ন করার অনুমতি দেবে।
কন্যার এই কথা শুনে রানি এবং রাজপুত্র একসাথে বলে উঠল, নিশ্চই তাদের নেমন্তন্ন করবে।

যখন ভোজ আরম্ভ হল সেই তিন বৃদ্ধা মহিলা কলরব করতে করতে ভোজ সভায় এল। নতুন বউ এগিয়ে যেয়ে বলল, এস মাসীরা এস, আমার কি সৌভাগ্য তোমরা এলে।

0 Reviews