Read more
রাজপুত্র কিন্তু তাদের দেখে বিরক্ত হলেন, এ
রকম কুৎসিত কুৎসিত লোকজন তোমার মাসী। এ কথা বলে সে প্রথম মহিলার কাছে গিয়ে
জিজ্ঞাসা করলেন তোমার পা এ রকম কুৎসিত চওড়া কেন?
মহিলা বললেন, পা দিয়ে চরকা চালিয়ে সুতো কেটে,
পা দিয়ে চরকা চালিয়ে সুতো কেটে।
তারপর রাজপুত্র দ্বিতীয় জনকে বলল, তোমার এ
রকম কুশ্রী ঝোলা ঠোঁট কেন।
--ঠোঁট দিয়ে সুতো ভিজিয়ে, সুতো ভিজিয়ে,
বৃদ্ধার উত্তর।
এবার রাজপুত্র কিছুটা যেন ভয় পেয়ে তৃতীয়
বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, তোমার বুড়ো আঙুল এ রকম চওড়া কেন?
চাপ দিয়ে সুতো টেনে টেনে – সুতো টেনে টেনে --
বৃদ্ধার উত্তর।
রাজপুত্র এবার ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল,
আমার নববধু আর কোন দিন চরকা ছোঁবে না।
0 Reviews