Read more
শিউরে উঠা শেখার জন্য
ত্রি-ভূবন বেড়ানোর গল্প
ভয় কি জিনিস না জেনেই
কলত তাকে জয়
হাঁদা বোকা রাজা হল গল্প
কথা নয়।
তার ছিল দুই ছেলে। বড় ছেলে খুব চালাক-চতুর।
যে কোন জিনিস সহজে শিখে নিতে পারত। আর ছোটটি একেবারে হাঁদা গঙ্গারাম। কিছুই সে
শিখতে পারত না। লোকে তাকে দেখলেই বলত আহা বেচারী বাবা আর কতদিন এই বোকা গাধার বোঝা
টানবে। সংসারের প্রয়োজনে কোন কাজ করতে হলে বড়ভাই সব করত। কিন্তু রাত্রের বেলায় কোন
কিছু প্রয়োজন হলে বা অন্ধকার মেঠো রাস্তা পেরিয়ে গিয়ে কিছু আনতে হলে সে বলত, না
বাবা আমি এখন পারব না। আমার ভয় লাগছে। আসলে বড় ছেলে ছিল খুব ভীতু। আর ছোটটা ভাবত
ভয় সে আবার কেমনতর জিনিস। অথবা কনো সন্ধ্যায়
পিদিমের আলোর চারধারে বসে জমিয়ে গল্প হচ্ছে। গল্প শুনে সব শ্রোতারা বলছে উঃ কি
ভয়ানক গল্প গা শিউরে উঠছে। আর ছোট ছেলে ঘরের এক কোনে বসে গল্পের মধ্যে কোন রসই
খুঁজে না পেয়ে ভাবছে সবাই বলছে আমরা শিউরে উঠছি। ভয়ে আমাদের লোম খাড়া হয়ে উঠেছে।
তাহলে শিউরে ওঠা একটা বিশেষ জ্ঞান যা আমার নেই। একদিন তার বাবা তাকে ডেকে নিয়ে
বলল, মন দিয়ে শোন, তুমি যথেষ্ট বড় হয়েছ। এখন তোমার এমন কিছু শেখা উচিত যা দিয়ে
ভবিষ্যতে তুমি করে খেতে পারবে। তুমি তোমার দাদাকে দেখেও শিখতে পার না। সে কত কাজ
করে। কিন্তু তুমি একটা কাঠের ঢেঁকি।
0 Reviews