Read more
আঃ বাবা তুমি জান না যেন,
আমি তো অনেক কিছুই শিখতে চাই। কিন্তু আরম্ভ করব কোথা থেকে? যাক এখন আমি শিউরে ওঠা
শিখতে চাই। যার জন্য আমি অন্য কোন কিছুই শিখতে পারছি না।
বড় ভাইতো এ কথা শুনে হাসিতে
ফেটে পড়ল। মনে মনে ভাবল আমার ভাইটি কত সরল। গান গেয়ে বনে বনে পাখির মত। তবে সংসার
কাঁটার কথা তার জানা উচিত। শিউরে ওঠা কি জানতে পারবে, কিন্তু তা দিয়ে তুমি তোমার
খাবার জোগাড় করতে পারবে না।
এর কিছুদিন পরই গির্জার
কর্মী স্যাক্সটন এল বাবার সাথে গল্প করতে। কথায় কথায় স্যাক্সটনের কাছে ছোটছেলের
কথা খুলে বললেন, আর কি বলব কোন কাজই জানে না, আমি মরে গেলে কি করে খাবে সে চিন্তায়
আমার ঘুম আসে না। সবসময় একই কথা সে শিউরে ওঠা শিখতে চায়।
0 Reviews