Read more
শিউরে
ওঠা শিখতে চায়। খুব ভাল কথা ওকে আমার কাছে দাও। আমার বাড়িতে থাকলেই শিউরে ওঠা খুব
তাড়াতাড়ি শিখে যাবে। স্যাক্সটন মুখে এ কথা বলল আর মনে মনে ভাবল হাঁদাটাকে দিয়ে
গির্জার ঘন্টা বাজানোর কাজ করানো যাবে আর বাড়ির কাজও করানো যাবে।
বাবা
তো খুশি মনেই রাজি। তাই ছোট ছেলে এখন স্যাক্সটনের বাড়িতে।
দু’দিন
কেটে যাওয়ার পর সে দিন মাঝরাতে স্যাক্সটন ছোট ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে বলল, এখন
গির্জার চূড়ায় যাও এবং সেখানে ঘন্টা বাজাও। হয়তো বা শিউরে ওঠা শিখে যেতেও পারো।
তারপর স্যাক্সটন ছোট ছেলের পিছন পিছন বেরিয়ে পড়ল।
0 Reviews