আমার জন্য বানাও তুমি রেশমী নরম সুতো

আমার জন্য বানাও তুমি রেশমী নরম সুতো

Author:
Price:

Read more

প্রাসাদে প্রবেশ করার পর রানি মেয়েটিকে নিয়ে প্রাসাদের একধারে নিয়ে এসে তিনটি বড় বড় কক্ষ খুলে দিলেন। মেয়েটি দেখল ঘর তিনটি তুলো বেঝাই করা আছে। রানি বললেন,
আমার জন্য বানাও তুমি রেশমী নরম সুতো
তাড়াতাড়ি কাজ হওয়া চাই চলবে নাগো ছুতো
চড়কা ধর তাড়াতাড়ি কাজ শুরু কর
কাজের শেষে বড়কুমার হবে তোমার বর।
কন্যা ভাবছ তুমি গরীব। রানির বড় ছেলে আমাকে বিয়ে করবে কি? হ্যাঁ, আমি বললেই করবে। তুমি গরীব তাতে কিছু এসে যায় না। তোমার শিল্প সৃষ্টিই তোমার বড় সম্পদ। তিন দিন পরে আমি আসব। রানি তাকে একটি ঘরে রেখে চলে যেতেই কুঁড়ে মেয়েটি এবার ভয় পেল। সে তো সুতো কাটতেই জানে না। সারাদিন রাত্তির কেন তিনশো বছর ধরে তাকে রেখে দিলেও সে তিন ঘরের তুলোর সুতো কাটতে পারবে না।

এবার সে কান্না আরম্ভ করল। তুলোর দিকে হাত না বাড়িয়ে কিছু না খেয়ে সে তিনদিন দিন-রাত্তির কাটিয়ে দিল।

0 Reviews