Read more
কেন এত কান্না। বলতে বলতেই তিনি ঘরে ঢুকে
পড়লেন। ঘরে ঢুকে মেয়েকে মারতে দেখে তিনি বললেন
মা হয়ে করছ প্রহার কেন বিচার
ফুলের মতো মিষ্টি মেয়ে খাচ্ছে কেন মার।
মা তো আসল কথা বলতে লজ্জা পেলেন। তার মেয়ের
কুঁড়েমির খবর জানলে রাজ্যের সবাই হাসবে। তাই তিনি বললেন, মেয়ের সুতো কাটার অভ্যেস
আমি কিছুতেই বন্ধ করতে পারছি না। সব সময় তার চরকায় সুতো কেটে যাওয়া চাই। কিন্তু
আমি গরীব। সুতো কাটায় অত তুলো আমি জোগান দেব কোথা থেকে। তাই তুলোর বায়না বন্ধ করার
জন্য মারছি।
রানি বললেন—
এমন কথা তো কোনদিন
শুনিনি আগে
বিরাম সুতো কেটে যেতে
খুব ভাল লাগে
এতই কি মধুর শব্দ চরকার
ঘর্ঘর
কন্যা তুমি প্রাসাদ চল
ছাড় নিজের ঘর।
হ্যাঁ। তুমি আমার সঙ্গে আমার প্রাসাদে চল।
সেখানে তুমি অনেক তুলো পাবে। যা দিয়ে মনের আনন্দে কেবল সুতো কেটে যাবে।
মায়ের তো এ কথা শুনে খুব আনন্দ হল। আর রানিও
মেয়েটিকে নিয়ে প্রাসাদে এল।
0 Reviews