Read more
তিন সুতো কাটুনী
মিথ্যে বলে রাজার ছেলের
হলে তুমি বৌ
এবার তোমার প্রাণটা গেলে
বাঁচবে কি কেউ?
হ্যাঁ, আমাদের আসল মেয়েটির প্রাণ বেঁচেছিল।
তারপর অনেক অনেকদিন রাজরাণী হয়েই বেঁচে থেকে সুখে ঘর সংসার করেছিল।
তাহলে তার গল্পটা বলি এবার শোনো রূপ ছাড়া আর
তার গুণ ছিল না কোন। অলস কুঁড়ে প্রকৃতির মেয়েটির চরকায় হাত দেওয়া দূরে থাক তুলো
থেকে সুতো কাটতেই চাইতো না। তার মা হাজার বকাঝকা করেও তাকে দিয়ে এ সব কাজ করাতে
পারতো না।
তা মানুষের আর ধৈর্য কত দিন থাকে। একদিন রেগে
গিয়ে মেয়েকে বেদম মারতে আরম্ভ করলেন। আর মেয়েও শুরু করল চিৎকার করে কান্না। ঠিক
সেই সময় দেশের রানি সে পথ দিয়ে যাচ্ছিলেন। চিৎকার শুনে তিনি বললেন আর না আর না।
0 Reviews