Read more
বিকেল
বেলায় সে এক প্রান্তর পেরিয়ে হাঁটছিলো। তার পাশে পাশে আর একটি লোক হাঁটছিল। সে
অনেক্ষণ ধরেই কথা শুনছিল। এবার সে বলল, সামনে ঐ বড়গাছটা দেখছ। ঐ গাছের ডালগুলোতে
এক এক করে সাতজন শনের দড়ির মালা করে ঝুলে পড়েছে কোন না কোন সময়ে। এখন তারা রাতের
হাওয়ায় এদিক ওদিক দোলে। তা তুমি যদি ঐ গাছের তলায় যেয়ে মাঝরাত পর্যন্ত বসে থাকতে
পার তাহলেই শিউরে ওঠা শিখে যাবে।
ওঃ
তাহলে তো খুবই ভাল হয়। ছেলেটি বলল, শিউরে ওঠা শেখার জন্য ওখানে বসে থাকা খুবই সহজ।
আর আমি যদি সেটা শিখতে পারি তাহলে তুমি সকালে এসে আমার এই পঞ্চাশটা গিনি নিয়ে নিও।
0 Reviews