তারপর এক সময় সেই শব্দ দরজার কাছে এসে হাজির হল

তারপর এক সময় সেই শব্দ দরজার কাছে এসে হাজির হল

Author:
Price:

Read more

তারপর এক সময় সেই শব্দ দরজার কাছে এসে হাজির হল। বাইরে থেকে কে যেন বলে উঠল ‘ছোট রাজকন্যা দরজাটা খুলে দাও’।

অতএব ইচ্ছে না থাকলেও উঠতে হল এবং দরজা খুলেই দেখে সেই ব্যাঙটাকে। তাকে দেখেই দরজাটা বন্ধ করে দিয়ে ছুটে এসে নিজের জায়গায় বসল। তার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে। রাজা দেখলেন তাঁর আদরের ছোট মেয়েটা ভয়ে কাঁপছে। তাই তিনি বললেন, ছোটমা কোন দৈত্য কি তোমাকে কেড়ে নিয়ে যাবে বলে দরজার সামনে এসে দাঁড়িয়েছে?

0 Reviews