রাজকন্যা একেবারে গিয়ে থামল প্রাসাদের ভিতর

রাজকন্যা একেবারে গিয়ে থামল প্রাসাদের ভিতর

Author:
Price:

Read more

রাজকন্যা একেবারে গিয়ে থামল প্রাসাদের ভিতর আর ভুলে গেল ঝর্ণার ধারের উপকারী বন্ধুর কথা।
পরেরদিন রাজামশাই পাত্র-মিত্র নিয়ে ভোজে বসেছেন। ভোজের টেবিলে আমাদের ছোট রাজকন্যাও। সে যখন তার ছোট্ট সোনার থালা থেকে খাবার নিয়ে মুখে তুলতে যাবে তখনি মার্বেলের সিঁড়ি দিয়ে ভেসে এল থপ্‌ থপ্‌ থপ্‌ থপ্‌, কে যেন উপরে ভোজের ঘরে উঠে আসছে।

0 Reviews