Read more
দরজি এবার
শিকারীদের ডেকে শুয়োরটাকে পাহারা দিতে বলে রাজার কাছে এসে পুরস্কার দাবী করল।
আর কোন উপায় নেই
দেখে রাজা তার কথা রাখলেন, রাজকন্যার সাথে বিয়ে এবং অর্ধেক সম্পত্তি যৌতুক দিলেন।
সে কোন যোদ্ধাই
নয় সামান্য এক দরজি কথা জানলে রাজা হয়ত
আঘাত পেতেন। সেই কারণে দরজি তার অতীত চেপে গেল।
মহা ধুমধাম
সহকারে বিয়ে হয়ে গেল। দরজি এখন রাজা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রানি শুনল
ঘুমের মধ্যে তার স্বামী কথা বলে চলেছে –এই ছেলেরা কোটটা গোল করে কাট। এই
পাজামাগুলো ভালো করে সেলাই কর। কোন খুঁত থাকলে এক চড়ে কান উড়িয়ে দেব।
রানি বুঝতে পারল
যে কার সাথে তার বিয়ে হয়েছে। সকালেই সে তার বাবার কাছে গিয়ে সব বলল। রাজা সব শুনে
বললেন – আজ রাতে তোমার শয়ন কক্ষের দরজা খুলে রাখবে। আমার অনুচরেরা তোমার প্রাসাদের
বাইরে অপেক্ষা করবে। তারপর ঘুমন্ত দরজিকে তুলে এনে ফুটো ওয়ালা জাহাজে চাপিয়ে
ভাসিয়ে দেবে, যাতে সে একেবারে অন্য পৃথিবীতে চলে যায়।
তা রাজকন্যা মানে
নতুন রানী প্রস্তাবে রাজি হল। সে রাতে ফিরে গেল। কিন্তু তাদের পরামর্শ রাজার
দেহরক্ষী শুনেছিল। সে গিয়ে রাজাকে সব কথা বলেছিল।
--ঠিক আছে আমি
আজই সব ঘটনার জবনিকা টানব। এই বলে দরজি চুপচাপ থাকল। ঠিকসময়ে রাজা বিছানায় শুয়ে
ঘুমানোর ভান করলো। রানী মনে করল সে ঘুমিয়ে গেছে। তখন সে উঠে গিয়ে দরজা খুলে দিল
এবং আবার ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল।
নতুন রাজা সব
দেখে ঘুমের ভান করে শুরু করল—এই ছেলেরা আমার কোট ভাল করে তৈরী কর, পাজামাগুলো ভাল
করে সেলাই কর। খুঁত থাকলে এক চড়ে তোদের কানগুলো উড়েযাবে। আমি আমার শয়ন কক্ষের
বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের ভয় করি না। আমি এক চড়ে সাত সাবার করেছি।
0 Reviews