আরে ভায়া নামে কি এসে যায়?

আরে ভায়া নামে কি এসে যায়?

Author:
Price:

Read more

--আরে ভায়া নামে কি এসে যায়? কাজই আসল। বিড়াল দার্শনিকের ভঙ্গিতে উত্তর দিল।

তারপর কয়েকদিন না কাটতেই ঘি খাবার জন্য বিড়ালের উসখুশানি আরম্ভ হল। একদিন থাকতে না পেরে বলল ইঁদুর ভায়া আজকে আবার মামাতো ভায়ের অন্নপ্রাশন ও নামকরণ। কুচকুচে কালো রং-এর ভাইটির গলায় কি সুন্দর সাদা রং-এর বলয়। ঘর দোর সামলে রেখো। আমি যাচ্ছি। অতএব, ইঁদুর, আমাদের ভাল ইঁদুর সরল মনেই সম্মতি দিল।

0 Reviews