তারপর একদিন বিড়াল ইঁদুরকে ডেকে বলল ভায়া সামনে যে শীতকাল আসছে।

তারপর একদিন বিড়াল ইঁদুরকে ডেকে বলল ভায়া সামনে যে শীতকাল আসছে।

Author:
Price:

Read more

তারপর একদিন বিড়াল ইঁদুরকে ডেকে বলল ভায়া সামনে যে শীতকাল আসছে। কিছু খাবার যদি এখন থেকে মজুত করে না রাখ তবে সে সময় কষ্টে মারা পড়ব। তুমি তো ভায়া ছোট্ট ইঁদুর ভয়ংকর শীতে কোথাও বেরোতে পারবে না। তাছাড়া ধর কারো যদি কিছু ঘটে সেজন্যও তো কিছু খাবার মজুত করে রাখা উচিত।

0 Reviews